চার বছর পর আবারও জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম
চার বছর পর আবারও জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম.অপেক্ষার প্রহর শেষ! প্রায় চার বছর পর আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় দুই মুখ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।ঢালি পাড়া অঙ্গনে এই দুই শীর্ষ তারকার নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্রের শুটিং চলছে ফুলদমে।এই মুহূর্তে যদিও ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে পরিচালক সাইফ চন্দন-এর সাথে তাদের এই নতুন প্রজেক্ট নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে জন্ম নিয়েছে এক ধরনের ব্যাপক ধোয়াশা।
চার বছর পর আবারও জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম:
অপেক্ষার প্রহর শেষ! প্রায় চার বছর পর আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় দুই মুখ আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।ঢালি পাড়া অঙ্গনে এই দুই শীর্ষ তারকার নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্রের শুটিং চলছে ফুলদমে।এই মুহূর্তে যদিও ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে পরিচালক সাইফ চন্দন-এর সাথে তাদের এই নতুন প্রজেক্ট নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে জন্ম নিয়েছে এক ধরনের ব্যাপক ধোয়াশা।
একশন মুভিতে শুভ-মিম জুটির নতুন চ্যালেঞ্জ:
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার সিনেমা 'সাপলুডু ' তে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল । প্রায় চার বছর বিরতির পর আবারও একসঙ্গে দেখা যাবে এই জুটির। তাঁদের নতুন এই সিনেমাটি হতে যাচ্ছে একটি পুরোপুরি অ্যাকশন ঘরানার চলচ্চিত্র।যার জন্য তাঁদের চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে হচ্ছে।
পরিচালক:
'আব্বাস' ও 'লোকাল' খ্যাত পরিচালক সাইফ চন্দন তার সপ্তম সিনেমাটি নির্মাণ করছেন এই দুই তারকাকে নিয়ে।তবে শুটিং ফুলদমে শুরু হলেও এখনোও একশনধর্মি এই সিনেমা নিয়ে মুখ খুলছেন না পরিচালক সাইফ চন্দন সহ অনেকেই।
সিনেমার নামের গুঞ্জন:
সিনেমার নামের বিষয়ে পরিচালক সাইফ চন্দনের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন যে,সিনেমাটির নাম এখনো আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত হয়নি তবে গোপন সূত্রে জানা গেছে সিনেমার নাম 'মালিক' কিংবা 'শিকার' এই দুই নামের যে কোনো একটি হতে পারে।
শুটিং লোকেশন:
এ মাসের শুরুতেই উত্তরবঙ্গের রাজশাহীর পবা এলাকায় এর শুটিং এর কাজ শুরু হয়েছে।রাজশাহীতে শুটিং শেষ করে বর্তমানে নাটোরে টানা চলছে দৃশ্যধারণের কাজ।জনপ্রিয় এই জুটির শুটিংয়ের খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে এক ধরনের আনন্দের জোয়ার বইছে।
শুভ-মিমের চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি:
তাঁরা নিজেদেরকে পুরোপুরি ফুটিয়ে তোলার জন্য দুজনেই এই একশন প্যাকড চরিত্রে কঠোর প্রস্তুতি নিয়েছেন।
ঢালি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই ছবির জন্য টানা দেড় মাস মহড়া করতে হয়েছে । তিনি শুধু অভিনয় এর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তিনি মার্শাল আর্ট,বডি ল্যাঙ্গুয়েজ ও একশন কোরিওগ্রাফির ওপরও ব্যাপক ট্রেনিং করেছেন।
শুভর লুক:
সোস্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া শুটিংয়ের বেশকিছু ছবিতে আরিফিন শুভকে সম্পূর্ণ নতুন অ্যাকশন লুকে দেখা গেছে— লম্বা চুল, রক্তমাখা পুরো শরীর এবং হাতে রক্তমাখা কুড়াল। যা তাঁর চরিত্রের এক ধরনের তীব্রতা নির্দেশ করে।
তাঁদের তৃতীয়বারের মতো জুটি:
তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তাঁরা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত 'তারকাঁটা' এবং গোলাম সোহরাব দোদুল পরিচালিত 'সাপলুডু' সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি।এক সাথে কাজ করার বিষয়ে শুভর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন যে, মিম একজন দুর্দান্ত অভিনেত্রী এবং সে পরিশ্রমী একটা মেয়ে।এ জন্য আমাদের নিজেদের মধ্যে শুটিং এর বন্ডিং টা খুবই ভালো হয়।
এ বিষয়ে মিম বলেন শুভ খুব ভালো অভিনয় করে।এর আগেও সে বেশ কয়েকটি হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর সাথে নতুন কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি ভক্তদের ভালো সিনেমা উপহার দিতে পারবো।
সিনেমা মুক্তির পরিকল্পনা:
ইউনিট সূত্রে জানা গেছে,পরিচালক এই সিনেমাটি দর্শকদের জন্য আগামী ঈদুল ফিতর-এ মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। সেই লক্ষ্যেই দ্রুতগতিতে কাজ চলছে। সামনে মাসে বিদেশে একটি আইটেম গানের শুটিং শেষে পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
যদিও পরিচালক এবং অভিনয়শিল্পীরা এই মুহূর্তে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু বলতে আগ্রহী নন, তবে এই জনপ্রিয় জুটিকে আবার অ্যাকশন ঘরানার ছবিতে দেখতে পাওয়ার খবরে সিনেমাপ্রেমি দর্শকদের হৃদয়ে এক ধরনের উত্তেজনা বিরাজমান কাজ করছে।
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
